ইতালিতে মামুন সৈয়াল (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার রাজধানী রোমের লিদো অস্টিয়া নামক স্থানে মরদেহটি পাওয়া গেছে। গত রোববার থেকে নিখোঁজ ছিলেন তিনি।
এদিকে মামুনের মরদেহ উদ্ধারের পর হত্যার অভিযোগ উঠেছে। তবে ঘটনাটি এখনও পুলিশের তদন্তাধীন রয়েছে।
সূত্রে জানা যায়, মামুন তার ভাইয়ের সঙ্গে ইতালিতে থাকতেন। তার গ্রামের বাড়ি শরিয়তপুরের নড়িয়া উপজেলায়। বাবার নাম ইসহাক সৈয়াল।
এ ব্যাপারে রোম দূতাবাসের প্রথম সচিব এরফানুল হক বলেন, ঘটনা সম্পর্কে দূতাবাস অবগত। যদি নিহতের আত্মীয়-স্বজন দূতাবাসের সহযোগিতা প্রয়োজন মনে করেন তাহলে সহযোগিতা করা হবে।






































