বুধবার । ডিসেম্বর ১৭, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ১২ অক্টোবর ২০১৭, ৩:৪১ অপরাহ্ন
শেয়ার

মালয়েশিয়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের বোমা বিস্ফোরণে বাংলাদেশি নিহত


hazmatদ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন বোমা বিস্ফোরণে মালয়েশিয়াতে আহত তিন বাংলাদেশি শ্রমিকের মধ্যে একজন মারা গেছেন। গেল মঙ্গলবার বন্দর মালয়েশিয়ার মাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) নির্মাণ এলাকায় বোমাটির বিস্ফোরণ ঘটে।

নিউ স্ট্রেট টাইমসের বুধবারের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ওই বিস্ফোরণে আহত তিন বাংলাদেশি শ্রমিকের একজন মারা গেছেন। বাকি দু’জন হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থা গুরুতর।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজেদের কর্মস্থলের বাইরে বোমাটি বিস্ফোরিত হলে আহত হন তিন বাংলাদেশি শ্রমিক। ঘটনার পরপরই তাদের হাসপাতালে নেয়া হয়। তবে রাতের দিকে তাদের শারিরীক অবস্থার অবনতি হতে থাকে।

প্রাথমিকভাবে জানা গিয়েছিল, বিস্ফোরণে আহত তিনজনের দু’জন তাদের পা হারিয়েছেন। অপর জন হাতে ও পায়ে আঘাত পেয়েছেন।

সিটি পুলিশ প্রধান নিশ্চিত করেছেন, যে বোমা বিস্ফোরণে ওই তিন বাংলাদেশি আহত হয়েছেন সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন ছিল।