Search
Close this search box.
Search
Close this search box.

অ্যাপলের এ৮ চিপ তৈরি করবে স্যামসাং

সিউল, ০৩ অক্টোবর:

স্মার্ট ডিভাইসের বাজার দখল নিয়ে প্রতিদ্বন্দ্বিতা থাকলেও কখনো কখনো পরস্পরের ওপর নির্ভরশীল হয় অ্যাপল ও স্যামসাংয়ের মতো প্রতিষ্ঠান। অ্যাপলের পরবর্তী প্রজন্মের চিপ এ৮ তৈরিতে আংশিক কারিগরি সহায়তা দেবে স্যামসাং। দক্ষিণ কোরিয়ার গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

chardike-ad

apple-vs-samsungএ৮ চিপ তৈরি করানোর জন্য অ্যাপল চুক্তি করেছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানির (টিএসএমসি) সঙ্গে। এ চুক্তির মেয়াদ তিন বছর। এ সময়ের মধ্যে অ্যাপলের যে পরিমাণ চিপের প্রয়োজন হবে, তার ৩০-৪০ শতাংশ তৈরি করবে স্যামসাং। বাকিটা তৈরি করবে টিএসএমসি।

দক্ষিণ কোরিয়ার গণমাধ্যম হানকিয়ুংয়ের প্রতিবেদনে বলা হয়, গত জুলাইয়ে অ্যাপলের সঙ্গে একটি চুক্তি হয় স্যামসাংয়ের। এর সুবাদে ২০১৫ সালে বাজারে আসা আইফোনগুলোর চিপ তৈরি করবে স্যামসাং। ধারণা করা হচ্ছে, আইফোন৭ ওই সময় বাজারে আসবে। এতে ব্যবহার হবে নতুন ধরনের প্রযুক্তি। অ্যাপলের ডিভাইসের জন্য চিপ ছাড়াও ডিসপ্লে সরবরাহ করে দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানটি। সূত্রঃ বণিকবার্তা