শরিফুল আলম নামের একজন বাংলাদেশি জানান, মো. কুদ্দুস লার্কিন এলাকার অ্যাপোলো ফুড ফ্যাক্টরিতে কাজ করতেন। ফ্যাক্টরির টিনের চালের ময়লা পরিষ্কার করার সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। এ সময় মাথা ফেটে প্রচুর রক্তক্ষণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মেনুবারমেনুবার