kuddusমালয়েশিয়ার জহুর বারু প্রদেশের লার্কিন নামক এলাকায় কর্মস্থলে দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির নাম মো. কুদ্দুস। তবে বাংলাদেশের কোথায় তার বাড়ি তা এখনো জানা যায়নি।

শরিফুল আলম নামের একজন বাংলাদেশি জানান, মো. কুদ্দুস লার্কিন এলাকার অ্যাপোলো ফুড ফ্যাক্টরিতে কাজ করতেন। ফ্যাক্টরির টিনের চালের ময়লা পরিষ্কার করার সময় তিনি পা পিছলে নিচে পড়ে যান। এ সময় মাথা ফেটে প্রচুর রক্তক্ষণের কারণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

chardike-ad