মালয়েশিয়ার জহুর প্রদেশে অসামাজিক কাজে লিপ্ত (খালওয়াত) থাকায় বাংলাদেশীসহ ২২ জনকে আটক করেছে জহুর প্রদেশের ইসলামিক রিলিজিওন ডিপার্টমেন্ট (জেইঞ্জ)’র একটি দল।
গত মঙ্গলবার জহুর বারুর পার্মাস জয়া ও সেরি আলমের বাজেট হোটেলগুলোতে দুই ঘন্টার এক অভিযানে ১৮ থেকে ৪০ বছর বয়সী ১২ জন পুরুষ ও ১০ জন মহিলাকে অনৈতিক কাজে লিপ্ত থাকার অভিযোগে আটক করা হয়। আটককৃতরা বাংলাদেশ, ইন্দোনেশিয়া ও পাকিস্তানের নাগরিক বলে জানা গেছে।
ইসলামিক রিলিজিওন ডিপার্টমেন্ট (জেইঞ্জ) এর সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজ আবদুল রহমান বলেন, ওই এলাকার বিভিন্ন আবাসিক বাজেট হোটেল গুলোতে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন খবরে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।