দক্ষিণ কোরিয়ার আলোচিত ‘সোং’ জুটির বিয়ে

দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় এবং আলোচিত দুই তারকা সোং জুংগি (৩২) এবং সোং হেগিও (৩৫) এর বিয়ে আজ বিকেল চারটায় সিউলের শিল্লা হোটেলে অনুষ্ঠিত হয়েছে। বিয়ের অনুষ্ঠানটি পরিণত হয়েছিল তারকাদের মিলন মেলাতে। বিয়েতে দক্ষিণ কোরিয়ার তারকারা ছাড়াও চীন, জাপানের জনপ্রিয় অভিনেতাদেরকে যোগ দিতে দেখা গেছে।

বিয়ের অনুষ্টান দেখতে হাজারো মানুষের ভিড়

দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের অনুষ্ঠানে দুই তারকাকেই চোখের পানি মুছতে দেখা গেছে। গত বছর ‘থেয়াংয়ে হুয়ে’ ড্রামায় অভিনয় করতে গিয়ে একে অপরের প্রেমে পড়েন বলে জানিয়েছেন এই দুই তারকা।

গত বছর এই জুটি অভিনীত ‘থেয়াংয়ে হুয়ে (Descendants of the Sun)’ এশিয়ান টেলিভিশন এওয়ার্ডের ‘বেস্ট ড্রামা’ এওয়ার্ডসহ কয়েকটি এওয়ার্ড জিতেছে। পুরো বছরজুড়ে আলোচনায় ছিলো ড্রামাটি।