Search
Close this search box.
Search
Close this search box.

সৌদিতে গণিতে বিশ্বসেরা বাংলাদেশের তিন ছাত্রী

saudiসৌদি আরবে ইন্টারন্যাশনাল জেনারেল সার্টিফিকেট অব সেকেন্ডারি এডুকেশন (আইজিসিএসই) পরীক্ষায় বিশ্বসেরা হয়েছেন বাংলাদেশের তিন ছাত্রী।

আইজিসিএসই পরীক্ষায় গণিতে বিশ্বসেরা হওয়ার গৌরব অর্জন করেছেন বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের ইংরেজি শাখার (বিআইএসইএস) একাদশ শ্রেণির ছাত্রী নাবিহা হোসেন। গোটা সৌদি আরবের আন্তঃস্কুল ফলাফলেও প্রথম স্থান অধিকারের কৃতিত্ব দেখিয়েছেন তিনি।

chardike-ad

একাদশ শ্রেণির আরেক শিক্ষার্থী নুসাইবা আমিনও গণিতে বিশ্বসেরা হয়েছেন। সৌদি আরবের শিক্ষার্থীদের টপকে পরীক্ষায় সর্বোচ্চ স্থান দখল করেন তিনি। এছাড়া মধ্যপ্রাচ্যের আন্তর্জাতিক জিসিএসই এডেক্সেল শিক্ষাক্রম পরীক্ষায় বাংলায় সর্বোচ্চ নম্বর পেয়েছে একই শিক্ষাপ্রতিষ্ঠানের দশম শ্রেণির ছাত্রী জারিন তাসমিন। সে পড়াশোনা করছে বিআইএসইএসের ব্রিটিশ কারিকুলাম ইংরেজি শিক্ষা মাধ্যমে।

১ নভেম্বর তিনজনকে বিআইএসইএসের পরিচালনা পর্ষদের পক্ষ থেকে বিশেষ সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. আবুল বাশার মো. নূরুজ্জামান। নিষ্ঠা, অভিজ্ঞান ও অধ্যবসায় থাকলে এ ধরনের গৌরবান্বিত ফল করা সম্ভব বলে মনে করেন বিআইএসইএস অধ্যক্ষ মো. বজলুর রশিদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, কোষাধ্যক্ষ মো. মাহবুবুর রহমান ও প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা। ক্রেস্ট তুলে দেয়ার সময় তিন কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান পর্ষদ চেয়ারম্যান। তিনি বলেন, বিআইএসইএসের জন্য এটি সর্বোচ্চ অর্জন। এর মধ্য দিয়ে অন্য শিক্ষার্থীদের মধ্যে বিশ্বজয়ের আগ্রহ সৃষ্টি হতে পারে। জাগো নিউজ