Search
Close this search box.
Search
Close this search box.

কাতারে বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশি নিহত

shofiqulকাতারে বিদ্যুৎস্পৃষ্টে সফিকুল ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার কাতারের আল শামাল সানাইয়া নামক স্থানে কর্মস্থলে বিদ্যুৎস্পৃষ্টে মারা যান তিনি। নিহত সফিকুল কাতারে একটি কোম্পানিতে ৮ বছর কর্মরত ছিলেন।

নিহতের বাড়ি নোয়াখালী সোনাইমুড়ী আমিশাপাড়া বারিনগর গ্রামে। সফিকুলের বাবার নাম তোফায়েল আহমেদে। নিহতের মরদেহ স্থানীয় দোহা হামাদ মেডিকেল মর্গে রাখা হয়েছে।

chardike-ad

কাতার বাংলাদেশ দূতাবাসের প্রথম শ্রম সচিব রবিউল ইসলাম জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে পাঠানো হবে। এছাড়া কোম্পানি থেকে ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি।