বৃহস্পতিবার । ডিসেম্বর ১৮, ২০২৫
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ৬ নভেম্বর ২০১৭, ৮:৩২ অপরাহ্ন
শেয়ার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত


saudi-accidentসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মো. শাহজালাল (৩০) নামে বাংলাদেশি এক যুবক নিহত হয়েছেন বলে জানা গেছে। তিনি কুমিল্লার মেঘনা উপজেলার রাধানগর ইউনিয়নের মুগার চর গ্রামের আব্দুর রবের ছেলে।

রোববার (৫ নভেম্বর) বাংলাদেশ সময় দিনগত রাত ৩টার দিকে কাজ শেষ করে বাসায় ফেরার পথে মাইক্রোবাসের চাপায় শাহজালালের মৃত্যু হয়।

নিহতের বাবা আব্দুর রব জানান, মরদেহ দেশে আনতে ওই দেশে যোগাযোগ করা হচ্ছে।