Search
Close this search box.
Search
Close this search box.

পর্তুগালে গ্লোবাল ভিলেজ ইভেন্টে সেরা বাংলাদেশ

portugal-bangladeshiপর্তুগালে আইএসসিটিই ইউনিভার্সিটি ইনস্টিটিউট অব লিসবন কর্তৃক আয়োজিত গ্লোবাল ভিলেজ ইভেন্টে প্রথম হয়েছে বাংলাদেশ। আইএসসিটিই বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন দেশের শিক্ষার্থীরা নিজ নিজ দেশের স্টল নিয়ে এতে অংশ নেন।

আইএসসিটিই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে গত সোমবার স্থানীয় সময় বেলা ১১টা হতে শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলে এ মেলা। এতে নিজ নিজ দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন শিক্ষার্থীরা।

chardike-ad

বাংলাদেশ ছাড়াও মেলায় পর্তুগাল, আর্জেন্টিনা, জাপান, মেক্সিকো, স্পেন, সুইডেন, গ্রিস, দক্ষিণ কোরিয়া, ইতালি, ফ্রান্স, জার্মানি, চীন, নরওয়েসহ মোট ৩০টি দেশের শিক্ষার্থীদের স্টল ছিল।

portugal-bangladesh-stallমেলায় বাংলাদেশের স্টল ঘুরে দেখেন রাষ্ট্রদূত মো. রুহুল আলম সিদ্দিকী। স্টলে বাংলাদেশি রিকশা, নকশী-কাঁথা, শাড়ি, নিত্য ব্যবহার্য সামগ্রীসহ দেশীয় খাবার ছিল। বাদ যায়নি মেহেদি অঙ্কন উৎসবও। এ সময় বাংলাদেশি পিএইচ.ডি শিক্ষার্থী রিমি আহমেদ বিদেশিদের হাতে মেহেদি দিয়ে আলপনা এঁকে সবাইকে মুগ্ধ করেন।

মেলায় অংশ নেয়া বাংলাদেশি শিক্ষার্থীরা বলেন, এ ধরণের ইভেন্ট বিশ্ব দরবারে আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য উপস্থাপন করার একটি অনন্য সুযোগ। আমরা বাংলাদেশের বিভিন্ন ঐতিহ্য, কৃষ্টি-কালচার বিদেশিদের সামনে উপস্থাপন করতে পারছি, এটা আমাদের কাছে খুবই আনন্দের।

এ সময় বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন মো. রাসেল আহমেদ, রিমি আহমেদ, সামিউল হক, সিলভান অরন্য, গাজি আতিক শামীম, কামাল হোসেন, সজিব আহমেদ প্রমুখ। জাগো নিউজ এর সৌজন্যে