Search
Close this search box.
Search
Close this search box.

পাকিস্তানের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

bangladesh-pakistanগ্রুপপর্বে পয়েন্ট তালিকার শীর্ষে থেকেই সেমিফাইনালে নাম লিখিয়েছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়া কাপ জেতার স্বপ্নটাও তাই বেশ বড় হয়েই দেখা দিয়েছিল। শেষপর্যন্ত সেমিতে এসেই থামতে হলো টাইগার যুবাদের। বৃহস্পতিবার কুয়ালালামপুরে ডার্কওয়ার্থ লুইস পদ্ধতিতে পাকিস্তানের কাছে ২ রানে হেরে যায় বাংলাদেশ।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের সংগ্রহটা বেশ ভালোই ছিল। উদ্বোধনী ব্যাটসম্যান পিনাক ঘোষের ৮২, অধিনায়ক সাইফ হাসানের ৬১ ও আফিফ হোসেনের অপরাজিত ৫২ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রান সংগ্রহ করে যুবারা।

chardike-ad

gallery২৭৫ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে পাকিস্তান ৩৯ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করার পর বৃষ্টি এসে হানা দেয়। বৃষ্টির কারণে আর খেলা হয়নি। ফলে বৃষ্টি আইনের দ্বারস্থ হয়ে ম্যাচের মীমাংস করতে হয়। সেখানে বাংলাদেশ ২ রানে হেরে যায় পাকিস্তানের কাছে। বৃষ্টি শুধু ম্যাচটিই হারিয়ে দেয়নি, ফাইনালে খেলার স্বপ্নও গুড়িয়ে দিয়েছে বাংলাদেশের।

পাকিস্তানের পক্ষে ব্যাট হাতে ৯২ রানের ইনিংস খেলেন মোহাম্মদ তাহা। দ্বিতীয় সর্বোচ্চ ৩৫* রান করেন সাদ খান। ২৬টি রান আসে উইকেটরক্ষক ব্যাটসম্যান রোহাইল নাজিরের ব্যাট থেকে। বল হাতে বাংলাদেশের কাজী অনিক ২টি উইকেট নেন। ১টি করে উইকেট নেন আফিফ হোসেন ও শাখাওয়াত হোসেন।