Search
Close this search box.
Search
Close this search box.

bari-siddiquiপ্রখ্যাত সংগীতশিল্পী বারী সিদ্দিকী হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন। তার দুটি কিডনি অকার্যকর এবং তিনি বহুমূত্র রোগে ভুগছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।

গীতিকার শহীদুল্লাহ ফরায়েজি এ বিষয়ে জানান, শুক্রবার রাতে আমরা এক সঙ্গেই ছিলাম। পরবর্তীতে সে বাসায় গিয়ে রাত ১১টার পর খাবার গ্রহণের সময় হঠাৎ ঢলে পড়েন। তখন অচেতন অবস্থায় প্রথমে তাকে একটি নিকটবর্তী হাসপাতালে এবং পরবর্তীতে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তিনি আরও জানান, অনেকদিন থেকেই তিনি কিডনি সমস্যায় ভুগছিলেন। নিয়মিত কিডনির ডায়ালাইসিসও করাতেন। বারী সিদ্দিকীর অবস্থা ক্রমেই অবনতি হচ্ছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন শহীদুল্লাহ। প্রবীণ এ শিল্পীর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

হুমায়ূন আহমেদের ‘শ্রাবণ মেঘের দিন’ সিনেমায় তিনটি গান গেয়ে ১৯৯৯ সালে প্রথম আলোচনায় আসেন তিনি। পরবর্তীতে তার অনেক গানই ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে।