Search
Close this search box.
Search
Close this search box.

‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ হলেন চবির তাহমিনা অথৈ

tahmina‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি বাংলাদেশ’ প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের ছাত্রী তাহমিনা অথৈ। প্রতিযোগিতায় প্রথম রানার আপ নর্থ সাউথ ইউনিভার্সিটির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্রী তাহসিন ওয়াজেদ এশা আর দ্বিতীয় রানার আপ হয়েছেন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির ছাত্রী ফাতেমা ইয়াসমিন লিয়া।

শুক্রবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় চ্যানেল আই ভবনে জঁমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে তাহমিনার মাথায় সেরার মুকুট তুলে দেওয়া হয়। ২৫ হাজার প্রতিযোগিকে পেছনে ফেলে বিজয়ী হয়েছেন তাহমিনা।

chardike-ad

নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তাহমিনা অথৈ বলেন, ‘বিজয়ী হয়ে খুব ভালো লাগছে। আমার আত্মবিশ্বাস ছিল। আশা করছি, সামনে আরো ভালো কিছু করতে পারব। সবাই দোয়া করবেন।’

আগামী ১৯ ডিসেম্বর কম্বোডিয়াতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ওয়ার্ল্ড মিস ইউনিভার্সিটি ২০১৭’-এর গ্র্যান্ড ফিনালে। যেখানে সারা বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ১০০ মিস ইউনিভার্সিটি অংশ নেবেন চূড়ান্ত লড়াইয়ে। আর সেখানে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তাহমিনা অথৈ।

প্রসঙ্গত, ঢাকার মেয়ে তাহমিনা অথৈ। অষ্টম শ্রেণি পর্যন্ত পড়েছেন রাজধানীর একটি স্কুলে। এরপর বাবার ব্যবসার কাজে পাড়ি জমান চট্টগ্রাম। সেখানে গিয়ে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ এসএসসি ও এইচএসসিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হতে ভর্তি হন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নাট্যকলায়।

মিস ইউনিভার্সিটি বাংলাদেশ হওয়ার আগে তাহমিনা অথৈ বাংলাভিশনের সকালের অনুষ্ঠান তথ্য ও বিনোদনমূলক ‘দিন প্রতিদিন’ এর উপস্থাপনা করেছেন। এছাড়া বাংলাভিশনে প্রচারিত ধারাবাহিক ছন্নছাড়া-তে অভিনয় করেছেন। পাশাপাশি দীপ্ত টিভির একটি সিরিয়ালেও কাজ করেছেন তিনি।