Search
Close this search box.
Search
Close this search box.

কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল আর নেই

rita-koiralচলে গেলেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রীতা কয়রাল। দীর্ঘদিন ক্যান্সারে ভুগার পর আজ রোববার দেশটির একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই অভিনেত্রী।

জি নিউজ এক প্রতিবেদনে জনায়, গত আগস্ট মাস থেকে লিভার ক্যানসারে ভুগছিলেন এই অভিনেত্রী। টেলিভিশন ও সিনেমা জগতে প্রথম থেকেই বেশিরভাগ চরিত্রই ছিল তার নেগেটিভ। তবুও তিনি ছিলেন অন্যতম জনপ্রিয় অভিনেত্রী।

chardike-ad

১৯৯২ সাল থেকে তিনি মূলধারার সিনেমায় অভিনয় শুরু করেন। ১৯৯৬ সালের দুলাল ভৌমিক পরিচালিত ‘বেয়াদপ’ হোক কিংবা হালফিলের অঞ্জন দত্ত পরিচালিত ‘দত্ত ভার্সেস দত্ত’ বা ‘পারমিতার একদিন’-এ অভিনয় করে জয় করেছেন দর্শকদের হৃদয়। তার অভিনীত আরো হিট সিনেমা হল- বড় বউ, অসুখ, গুণ্ডা, জীবন নিয়ে খেলা, চিরদিনই তুমি যে আমার।

শুধু সিনেমা নয়, সিরিয়ালের জগতেও বেশ পরিচিত তিনি। সম্প্রতি ‘রাখীবন্ধন’ সিরিয়ালেও ছিলেন অন্যতম মুখ্য চরিত্রে। সেখানেও তার চরিত্র ছিল নেগেটিভ। সিনেমা, সিরিয়াল ছাড়াও একসময় বিভিন্ন যাত্রা এবং নাটকে অভিনয় করেছেন তিনি।