Search
Close this search box.
Search
Close this search box.

ভাল খেলেও দুই গোলে ব্রাজিলের কাছে হেরেছে দক্ষিণ কোরিয়া

অনলাইন প্রতিবেদক, ১৩ অক্টোবর ২০১৩:

ভাল খেলে দর্শকদের মন জয় করলেও দক্ষিণ কোরিয়া দুই গোলে হেরেছে ব্রাজিলের কাছে। খেলার প্রথমার্ধের ৪২ মিনিটে নেইমার গোল করে ব্রাজিলকে এগিয়ে নিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৪ মিনিটে অস্কার দ্বিতীয় গোল করে বিজয় নিশ্চিত করে। গোল করতে না পারলেও দৃষ্টিনন্দন ফুটবল দিয়েছে দক্ষিণ কোরিয়া। এবার নিয়ে ব্রাজিলের সাথে পাঁচবার মোকাবেলা করে চারবারই হারল দক্ষিণ কোরিয়া।

chardike-ad
ব্রাজিল-দঃ কোরিয়া ম্যাচে বাংলাদেশী দর্শক
ব্রাজিল-দঃ কোরিয়া ম্যাচে বাংলাদেশী দর্শক

গতকাল রাত আটটায় পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল এবং রেড ডেভিল খ্যাত দক্ষিণ কোরিয়া প্রীতি ম্যাচ খেলতে নামে। প্রীতি ম্যাচ হলে পুরো খেলায় প্রীতির লক্ষণ দেখা যায়নি। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা দেখা যায়। দুই দলের খেলোয়াড়দের শারীরিক আক্রমণ ছিলে চোখে পড়ার মত। 

১৩ মিনিটে গোল করার প্রথম সুযোগ আসে ব্রাজিলের সামনে। কিন্তু ফরোয়ার্ড হাল্কের শট ঠেকিয়ে দেন স্বাগতিকদের গোলরক্ষক জুং সুং-রিওং। অবশেষে ৪২ মিনিটে গোলের দেখা পায় ব্রাজিল। নেইমারের দুর্দান্ত ফ্রি-কিক সুং-রিওংকে বোকা বানিয়ে চলে যায় জালে। জাতীয় দলের হয়ে বার্সেলোনা তারকার এটি ২৭তম গোল।

দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মিডফিল্ডার অস্কার। আরেক মিডফিল্ডার পলিনিয়োর দারুণ এক পাস ধরে, দুর্দান্ত গতিতে বক্সের ভেতর ঢুকে পড়ে, গোলরক্ষককে কাটিয়ে বল জালে জড়িয়ে দেন তিনি।

৫৯ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ এসেছিল ব্রাজিলের সামনে। কিন্তু নেইমারের দারুণ ক্রস থেকে ডিফেন্ডার লুইস গুস্তাভোর হেড ঠেকিয়ে দেন স্বাগতিকদের এক ডিফেন্ডার।

কোরিয়ায় রেকর্ড সংখ্যক দর্শক গতকালকের খেলাটি উপভোগ করেন। গতকালকের ম্যাচে ৬৫ হাজার তিনশত ৮জন দর্শক উপস্থিত ছিলেন। এর আগে ২০০৭ সালে নেদারল্যান্ড এর সাথে এক প্রীতি ম্যাচে ৬২,৮৮৪ দর্শকের উপস্থিতি ছিল কোরিয়ার কোন মাঠে সর্বোচ্চ দর্শক সমাগমের রেকর্ড।

201310122134770883_525942aed0415_59_20131012225802