Search
Close this search box.
Search
Close this search box.

‘সেরা ব্যক্তিত্ব’ হিসেবে সাক্ষাৎকার দিতে চান নি ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এক টুইটে টাইম ম্যাগাজিনকে সাক্ষাৎকার দেবার প্রস্তাব প্রত্যাখ্যান করার কথা লেখার পর, তা অস্বীকার করেছে ওই সাময়িকীটি।

টুইট বার্তায় মি. ট্রাম্প লিখেছিলেন, সম্ভবত তাকে ‘বছরের সেরা ব্যক্তিত্ব’ ঘোষণার জন্যই টাইম ম্যাগাজিন ওই সাক্ষাৎকার এবং ফটো-শুট করতে চেয়েছিল।

chardike-ad

তবে টাইম ম্যাগাজিন বলেছে, তারা কিভাবে বছরের সেরা ব্যক্তিত্ব নির্বাচন করে – সে ব্যাপারে প্রেসিডেন্ট সঠিক কথা বলেন নি।

প্রেসিডেন্ট ট্রাম্পকে টাইম ম্যাগাজিন গত বছরেই ‘বছরের সেরা ব্যক্তিত্ব’ নির্বাচন করেছিলো।

সাময়িকীটি ১৯২৭ সাল থেকে প্রত্যেক বছর ‘ম্যান অফ দ্যা ইয়ার’ নির্বাচন করে আসছে।

টাইম ম্যাগাজিন বলছে, “এই চরিত্র ওই বছরের ইতিবাচক কিম্বা নেতিবাচক যে কোন দিক থেকেই নির্বাচন করা হতে পারে।”

ম্যাগাজিনটি বলছে, ওই সংখ্যাটি প্রকাশের আগে তারা ২০১৭ সালের জন্যে কাকে সেরা ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করা হয়েছে সে বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নয়।

আগামী ৬ই ডিসেম্বর এই সংখ্যাটি প্রকাশের কথা রয়েছে।

কে সেরা ব্যক্তিত্ব হতে পারেন সে বিষয়ে পাঠকদেরকে ভোট দিতে আহবান জানায় টাইম। কিন্তু শেষ পর্যন্ত সম্পাদকরাই ওই ব্যক্তিত্বকে নির্বাচন করেন।

প্রেসিডেন্ট ট্রাম্পের টুইট

গত জুন মাসে ওয়াশিংটন পোস্ট জানিয়েছিলো যে মি. ট্রাম্পের গল্ফ ক্লাবের অনেকেই টাইম ম্যাগাজিনের একটি ভুয়া প্রচ্ছদ প্রদর্শন করছিলেন যেখানে ডোনাল্ড ট্রাম্পের ছবিসহ ইতিবাচক কিছু শিরোনাম তুলে ধরা হয়েছিলো।

এই খবরটি অনলাইনে ছড়িয়ে পড়লে অনেকেই তা নিয়ে হাস্যরসে মেতে উঠেন।

টেনিস চ্যাম্পিয়ন এন্ডি মারে টুইট করে লিখেছেন, বিবিসি তাকে ফোন করে বছরের সেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে নির্বাচন করতে চেয়েছিলো। কিন্তু তিনি সেটা না করে দিয়েছেন।

এন্ডি মারে ২০১৩, ২০১৫ এবং ২০১৬ সালে ‘স্পোর্টস পারসোনালিটি অফ দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছিলেন।

সুত্রঃ বিবিসি বাংলা