Search
Close this search box.
Search
Close this search box.

নিজেদের বিক্রি করে দিচ্ছে টাইম

বিশ্বখ্যাত বেশ কয়েকটি ম্যাগাজিনের প্রকাশক টাইম ইনকরপোরেটেড নিজেদের বিক্রি করে দিচ্ছে যুক্তরাষ্ট্রের মিডিয়া কোম্পানি মেরেডিথ করপোরেশনের কাছে।

টাইমকে কিনে নিতে সব দায় দেনা মিলিয়ে ২.৮৪ বিলিয়ন ডলারের চুক্তি হওয়ার কথা রয়েছে আজ রোববার। এর মধ্যে ১.৮৪ বিলিয়ন ডলার পরিশোধ করা হবে নগদে। যাদের সহযোগিতা দিচ্ছে কনজারভেটিভ বিলিয়নেয়ার কোখ ভাইয়েরা।

chardike-ad

এর আগে ২০১৩ ও চলতি বছরের শুরুতে দুই দফা চেষ্টা করেও টাইমকে কিনে নিতে ব্যর্থ হয়েছিল মেরেডিথ। তাদের হাতে রয়েছে বেটার হোমস অ্যান্ড গার্ডেন, ফ্যামিলি সাইকেল, অল রেসিপির মত লাইফস্টাইল ম্যাগাজিন। আর টাইম ইনকরপোরেটেডকে  কিনে নিলে তাদের সঙ্গে যুক্ত হবে টাইম, পিপল, ফরচুন ও স্পোর্টস ইলাস্ট্রেটেডের মত বিশ্বখ্যাত সাময়িকী।

মেরেডিথ ও টাইম যুক্ত হওয়ার পর তাদের সম্মিলিত পাঠকের সংখ্যা হবে প্রায় সাড়ে ১৩ কোটি; আর তাদের ম্যাগাজিনের বিক্রি দাঁড়াবে ছয় কোটিতে। ইন্টারনেটে কেবল যুক্তরাষ্ট্রেই ১৭ কোটি পাঠকের প্রকাশকে পরিণত হবে মেরেডিথ।