Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় দিনব্যাপী বাংলাদেশি পণ্যের প্রদর্শনী

malayasiaমালয়েশিয়ার মুতিয়ারা ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলে বাংলাদেশি পণ্যের প্রদর্শনী শুরু হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী চলবে এ প্রদর্শনী।

প্রদর্শনীতে বাংলাদেশের মানুষ, নগর, রাজধানী, পরিবেশ, আবহাওয়া ও জলবায়ু, প্রকৃতি, পোশাক, খাবার, সংস্কৃতি, পণ্য সম্পর্কে স্কুলের শিক্ষার্থীদের ধারণা দেয়া হয়। প্রদর্শনীতে বাংলাদেশ, ভারত, শ্রীলংকা, নেপাল, ভুটান ও মালদ্বীপের ক্ষুদে শিক্ষার্থীরা অংশ নেয়।

chardike-ad

মেলায় আগত অভিভাবক দর্শনার্থী ও শিক্ষার্থীদের মাঝে বাংলাদেশ সম্পর্কে বিভিন্ন তথ্য তুলে ধরা হয়। এ সময় এবং বাংলাদেশের কৃষ্টি-কালচার নিয়ে অভিভাবক, দর্শনার্থী ও শিক্ষার্থীদের নির্ধারিত প্রশ্নের উত্তর দেন মিসেস দিলরুবা আক্তার, দিল আফরোজ নাহার ডলি এবং মিসেস লাকি আক্তার।

এ ছাড়া প্রদর্শনীতে দেশীয় সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফ্যাশন শো আয়োজন করা হয়।

উল্লেখ্য, মালয়েশিয়ার মুতিয়ারা ইন্টারন্যাশনাল গ্রামার স্কুল কর্তৃপক্ষ প্রতিবছরই এ প্রদর্শনীর আয়োজন করে।

জাগো নিউজ এর সৌজন্যে