Search
Close this search box.
Search
Close this search box.

এবার নমনীয় ডিসপ্লের স্মার্টফোন আনছে এলজি

সিউল, ১৫ অক্টোবর ২০১৩:

নমনীয় ডিসপ্লের বাঁকানো স্মার্টফোন তৈরি শুরু করেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা এলজি। কয়েক দিন আগে কোম্পানিটি তাদের ‘জি ফ্লেক্স’ নামক স্মার্টফোনের ডিসপ্লের নির্মাণকাজ শুরুর ঘোষণা দেয়। কিন্তু সম্প্রতি অনলাইনে এ স্মার্টফোনের বিস্তারিত তথ্য ফাঁস হয়ে গেছে। খবর এনডিটিভির।

chardike-ad

20121126124159211অনলাইনভিত্তিক ইলেকট্রনিক পণ্যের ম্যাগাজিন এনগ্যাজেটে এলজির স্মার্টফোন সম্পর্কে বিভিন্ন তথ্য ফাঁস হয়। এনগ্যাজেট দাবি করে, এলজির এ স্মার্টফোনের বাঁকানো ডিসপ্লের দৈর্ঘ্য হবে ৬ ইঞ্চি। আশ্চর্যের ব্যাপার হচ্ছে এলজিও ঘোষণায় জানিয়েছিল তাদের এ স্মার্টফোনের বাঁকানো ডিসপ্লেটির দৈর্ঘ্য ৬ ইঞ্চি হবে।অনলাইনে এ স্মার্টফোনের তিনটি ছবি প্রকাশ করা হয়। ছবিগুলোয় দেখা যায় স্মার্টফোনটির নিচ থেকে ওপর পর্যন্ত বাঁকানো। এর বাহিরে কোনো ধরনের বাটন নেই, ডিসপ্লের নিচের অংশে এলজির একটি লোগো রয়েছে।

বিশ্লেষকদের মতে ফাঁস হওয়া স্মার্টফোনটির সঙ্গে এলজির ঘোষিত স্মার্টফোনের যথেষ্ট মিল রয়েছে। অনলাইনে জানানো হয় নভেম্বরের কোনো একসময় এটি বাজারে আসতে পারে। তবে স্মার্টফোনটির দাম ও বিভিন্ন যন্ত্রাংশ সম্পর্কে বিস্তারিত কিছু জানা সম্ভব হয়নি।

দক্ষিণ কোরীয় ইলেকট্রনিক পণ্য নির্মাতা স্যামসাং এরই মধ্যে বাঁকানো স্মার্টফোন বাজারে ছেড়েছে। গ্যালাক্সি রাউন্ড নামের এ স্মার্টফোনটি বাজারে ভালো সাড়া পেয়েছে। এরপরই এলজি তাদের নিজস্ব বাঁকানো স্মার্টফোন তৈরির পরিকল্পনা করে। এ পরিকল্পনারই ফল এলজির ‘জি ফ্লেক্স’ স্মার্টফোন। সূত্রঃ বণিকবার্তা।