কাতারে সড়ক দুর্ঘটনায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী লুৎফর রহমান (৫৫) নিহত হয়েছেন। ২৯ নভেম্বর
বুধবার স্থানীয় সময় রাত ৮ টায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত লুৎফর রহমানের শিল্পাঞ্চলে নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।
নিহত লুৎফর রহমান মৌলভীবাজারের বড়লেখা উপজেলার মুছেদুর পানিদ্বর গ্রামের মৃত্যু মাওলানা আশ্ররাফ আলীর ছেলে।
মরহুমের পরিবার সূত্রে জানা যায়, বুধবার রাতে লুৎফর রহমান নিজে গাড়ি চালিয়ে বাসা থেকে মাইজার যাচ্ছিলেন। পথে খলিফা স্টেডিয়াম সিগ্যনাল অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি গাড়ির সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে লুৎফর রহমানের মৃত্যু হয়।
তার মৃত্যুতে কাতারে মৌলভীবাজার জেলার প্রবাসীদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া।