Search
Close this search box.
Search
Close this search box.

ফের মেসির ভাস্কর্য ভাঙচুর!

Mesiচলতি বছর দ্বিতীয়বারের মতো লিওনেল মেসির ভাস্কর্য ভাঙচুরের সম্মুখিন হলো। রোববার আর্জেন্টিনায় রুপার তৈরি ভাস্কর্যটি অজ্ঞাতনামা লোক ভাঙচুর করে।

আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের লা প্লাতা নদীর তীরে মেসির ভাস্কর্যটি অবস্থিত। দুষ্কৃতিকারীরা রাতের আঁধারে ভাস্কর্যের পা কেটে দেয়।

chardike-ad

এই ঘটনায় দোষী ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছে পুলিশ। এর আগে চলতি বছরের জানুয়ারিতে মেসির ভাস্কর্যটি ভাঙচুর করা হয়। পরদিনই স্থানীয় সরকার এটি মেরামত করে।

২০১৬ সালে কোপা আমেরিকার ফাইনালে আর্জেন্টিনা হেরে যাওয়ার পর মেসি আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান। মেসিকে ফেরানোর উদ্যোগের অংশ হিসেবে শহরের মেয়র হোরাসিও রদ্রিগেজ তাকে কনভিন্স করতে ভাস্কর্যটি নির্মাণ করেন।

কিছুদিন পরই অবসর ভেঙে জাতীয় দলে ফেরার ঘোষণা দেন মেসি। বিশ্বকাপের বাছাইপর্বে সেই সুফলও পায় আর্জেন্টিনা। বাছাইপর্বের শেষ ম্যাচে দুর্দান্ত হ্যাটট্রিক করে আকাশী-নীলদের বিশ্বকাপের টিকিট পাইয়ে দেন মেসি।