Search
Close this search box.
Search
Close this search box.

দৈনিক কর্মঘন্টা সাতে নামিয়ে এনেছে কোরিয়ান কোম্পানী সিনসেগে

দক্ষিণ কোরিয়ার প্রথম কোম্পানী হিসেবে দৈনিক কর্মঘন্টা ৭ ঘন্টায় নামিয়ে এনেছে সিনসেগে গ্রুপ। সকাল ৯টা-৫টা হিসেবে সপ্তাহে ৩৫ ঘন্টা কাজ করতে হবে সিনসেগে’র চাকরিজীবীদের। দক্ষিণ কোরিয়ার অন্যতম বড় এই গ্রুপ অব কোম্পানীর অধীনস্থ ইমার্ট, স্টারবাকস, সিনসেগে ডিপার্টমেন্টাল স্টোরসহ প্রায় ১২টি কোম্পানীর অধীনে শতাধিক ব্রান্ডের কর্মীরা এই সুযোগ ভোগ করতে পারবেন।

chardike-ad

এই পরিবর্তনে বেতন এবং অন্যান্য সুযোগতে কোন পরিবর্তন আসবেনা বলে জানিয়েছে কোম্পানীটি। ওইসিডি’র তথ্য অনুযায়ী বছরে ২ হাজার ১১৩ ঘন্টা কাজ করে কোরিয়ানরা। যা বিশ্বে দ্বিতীয়। বর্তমান সরকার কর্মঘন্টা কমিয়ে ১হাজার ৮০০ঘন্টায় নামিয়ে আনার পরিকল্পনা হাতে নিয়েছে।