Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় ৬৫ বাংলাদেশি আটক

malaysia-bangladeshiঅভিবাসন আইন অমান্য করায় ৬৫ জন বাংলাদেশিসহ ৮০ জন অভিবাসীকে আটক করেছে মালয়েশিয়ার তেরেঙ্গানু প্রদেশের অভিবাসন পুলিশ। স্থানীয় সময় বুধবার বেলা সাড়ে ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকরা ৬৫ জন বাংলাদেশি ছাড়াও সাতজন পাকিস্তানি, পাঁচজন চীনা এবং তিনজন মিয়ানমারের নাগরিক।

ইমিগ্রেশন ডিপার্টমেন্টের এনফোর্সমেন্ট অফিসার মোহাম্মদ মুদা বলেন, ‘আমাদের কর্মকর্তারা তেরেঙ্গানুর কাম্পুং রাজার একটি নির্মাণ সাইটে অভিযান চালায়। এ সময় সেখান থেকে প্রথমে ১৪৫ জন অভিবাসীর কাগজপত্র যাচাই করা হয়। পরে কাগজপত্র যাচাইয়ের পর ৬৫ জন বাংলাদেশিসহ ৮০ জনের কাছে বৈধ কাগজপত্র না থাকায় তাদেরকে আটক রেখে বাকিদের ছেড়ে দেওয়া হয়।

chardike-ad

এ ছাড়া আরো অধিকতর তদন্তের জন্য আটকদের আজিল ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।