Search
Close this search box.
Search
Close this search box.

গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে সাকিব-মুশফিক

shakib-mushfiqurদেখতে দেখতে বিদায় নিতে চললো আরো একটি বছর। তারপরই শেষ হয়ে যাবে ২০১৭ সাল। আসবে নতুন বছর। নতুন-পুরাতনের মোহনায় দাঁড়িয়ে গেল বছরের সেরা টেস্ট একাদশ নির্বাচন করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্যা গার্ডিয়ান।

বছর জুড়ে সাদা পোশাকে অসাধারণ পারফরম্যান্সের ফলস্বরূপ ‘দ্যা স্পিন’স বেস্ট টেস্ট ক্রিকেট ইলেভেন অব ২০১৭’ তে জায়গা করে নিয়েছেন বাংলাদেশের ২ ক্রিকেটার। দলীয় পারফরম্যান্স খুব একটা সুখকর বলা যায় না বাংলাদেশের জন্য। গোটা বছরে ৯ টেস্টের ৭টিতে হারের বিপরীতে জিতেছে মাত্র দু’টিতে।

chardike-ad

তবে জয় দু’টিকে বিশেষই বলতে হবে টাইগারদের জন্য। শ্রীলঙ্কার বিপক্ষে নিজেদের ইতিহাসের শততম টেস্ট এবং প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায় মুশফিকবাহিনী। বছরজুড়ে তরুণে ঠাসা দলটাকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিম। মাঠের পারফরম্যান্সও ছিলো দারুণ। তারই ফল হিসেবে জায়গা হলো গার্ডিয়ানের বর্ষসেরা টেস্ট একাদশে।

এছাড়া একাদশে আছেন চারজন অস্ট্রেলিয়ান। ভারত, দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের আছেন দুই জন করে ক্রিকেটার।

১) ডেভিড ওয়ার্নার, অস্ট্রেলিয়া (রান ৮০৮, গড় ৪৪.৮৮)
২) ডেন এলগার, দক্ষিণ আফ্রিকা (রান ১,০৯৭, গড় ৫৪.৮৫)
৩) চেতেশ্বর পুজারা, ভারত (রান ১, ১৪০, গড় ৬৭.০৫)
৪) স্টিভ স্মিথ, অস্ট্রেলিয়া (রান ১,১২৭, গড় ৭০.৪৩)
৫) বিরাট কোহলি, ভারত (রান ১,০৫৯, গড় ৭৫.৬৪)
৬) সাকিব আল হাসান, বাংলাদেশ (রান ৬৬৫, গড় ৪৭.৫; উইকেট ২৯)
৭) মুশফিকুর রহিম, বাংলাদেশ (রান ৭৬৬, গড় ৫৪.৭১; ক্যাচ ১২, স্ট্যাম্পিং ২)
৮) মিচেল স্টার্ক, অস্ট্রলিয়া (২৬ উইকেট)
৯) নাথান লায়ন, অস্ট্রেলিয়া (৬০ উইকেট)
১০) জিমি অ্যান্ডারসন, ইংল্যান্ড (৫১ উইকেট)
১১) কেগিসো রাবাদা, দক্ষিণ আফ্রিকা (৫৪ উইকেট)