Search
Close this search box.
Search
Close this search box.

দ্বিতীয় প্রস্তুতি ম্যাচেও হারলো বাংলাদেশ

bangladesh-under-19বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে আবারও হেরে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বুধবার ওটাগো ‘এ’ এর বিপক্ষে ৬ উইকেটে হারের পর আজ একই দলের কাছে ২৪ রানে হেরেছে সাইফবাহিনী।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ওটাগো এ দলের। দলীয় ৯ রানে ২ উইকেট হারায় দলটি। তবে হোকিন্স ও ভিসাভাদিয়ার সেঞ্চুরিতে চাপ কাটিয়ে উঠে দলটি। স্বাগতিকদের হয়ে ১৩৭ রানের ইনিংস খেলে অপরাজিত ছিলেন হোকিন্স। ১৩৫ বলে ১৭ চার ও ২ ছক্কায় এ ইনিংস সাজান তিনি।

chardike-ad

অন্যদিকে ১১২ রানে অপরাজিত থাকেন ভিসাভাদিয়া। ১২৩ বল খেলে ৬ চার ও ৫ ছক্কায় অপ্রতিরোধ্য এ ইনিংসটি খেলেন তিনি। এ দুইজনের ব্যাটে ভর করে শেষ পর্যন্ত ৩ উইকেটে ২৭৮ রান করে ওটাগো ‘এ’ দল।

২৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তিন ফিফটিতেও জয়ের বন্দরে নোঙর করতে পারেনি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। বাংলাদেশের হয়ে ৫৪ রান করেছেন অধিনায়ক সাইফ হাসান। ৫২ রান করেন আমিনুল ইসলাম। শেষ দিকে মাহিদুল ইসলাম ৫২ রানের ইনিংস খেললে শেষপর্যন্ত ২৫৪ রানের সংগ্রহ পায় বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।