Search
Close this search box.
Search
Close this search box.

এলজির ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন

সিউল, ২৪ অক্টোবর ২০১৩:

ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোন বাজারে এনেছে দক্ষিণ কোরিয়ার ইলেকট্রনিক পণ্য নির্মাতা প্রতিষ্ঠান এলজি । ‘এলজি ফায়ারওয়েব’ নামের এ স্মার্টফোনটির দাম ২০৭ মার্কিন ডলার।

chardike-ad

526901619f2a8-lg-fireweb-231013এলজি কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ারফক্স অপারেটিং সিস্টেমনির্ভর স্মার্টফোনটি হবে ৪ ইঞ্চি মাপের এইচভিজিএ টিএফটি টাচস্ক্রিনের। থ্রিজি কোয়ালকম প্রসেসর, ২ গিগাবাইট মেমোরিযুক্ত স্মার্টফোনটিতে থাকবে এলইডি ফ্ল্যাশ সুবিধার ৫ মেগাপিক্সেলের ক্যামেরা।

ফায়ারফক্স ডেস্কটপ ও মোবাইল ব্রাউজার সুবিধার পাশাপাশি অপারেটিং সিস্টেম হিসেবে মোজিলা ফাউন্ডেশন ফায়ারফক্স ওএস উন্মুক্ত করেছে। ব্রাজিল, মেক্সিকো, পেরু, উরুগুয়ের মতো দেশগুলোর বাজারে ফায়ারফক্স ওএসনির্ভর স্মার্টফোনগুলো জনপ্রিয় হবে বলে আশা করছে এলজি। সূত্রঃ প্রথম আলো।