Search
Close this search box.
Search
Close this search box.

বাংলাদেশকে হারিয়ে ফাইনাল খেলতে চায় জিম্বাবুয়ে

zimbabweপ্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জয়, জিম্বাবুয়েকে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে উঠার পথে অনেকটাই সুযোগ করে দিয়েছে। গতকাল লঙ্কানদের বিপক্ষে আরেকটি জয় পেলেই নিশ্চিত হয়ে যেতো সেটা। কিন্তু ঠিক সময়ে ঘুরে দাঁড়িয়েছে শ্রীলঙ্কা। এবার তাই জিম্বাবুয়ের সামনে একটি পথই খোলা, বাংলাদেশকে হারানো। দলটির অধিনায়ক গ্রায়েম ক্রেমারও সেই স্বপ্ন দেখছেন।

শ্রীলঙ্কার বিপক্ষে মাত্র ১৯৮ রানের গুটিয়ে গিয়ে স্বপ্ন জলাঞ্জলি দিতে হয়েছে জিম্বাবুয়েকে। আফসোসটা তাদের আরও বেড়েছে, যখন ১৪৫ রানের মধ্যেই তারা ৫টি উইকেট তুলে নিয়েছিল লঙ্কানদের। শেষ পর্যন্ত ছোট পুঁজি নিয়ে জয় পাওয়া হয়নি।

chardike-ad

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ক্রেমারের আক্ষেপ, আর ৩০টি রান হলে হয়তো ফলটা অন্যরকম হতো। জিম্বাবুইয়ান অধিনায়ক বলেন, ‘আমার মনে হয়, আমরা ৩০টি রান কম করেছি। ২৩০ হলেই হতো। আমাদের ভালো সুযোগ থাকতো। তাদের লেজের ব্যাটসম্যানদের থেকে আমরা মাত্র এক বা দুই উইকেট পেছনে ছিলাম। ভালো লড়াই হয়েছে। তবে ১৯০-এর মতো রান নিয়ে আসলে লড়াই করা কঠিন।’

এবার জিম্বাবুয়ে-শ্রীলঙ্কা দুই দলেরই শেষ ম্যাচ বাংলাদেশের বিপক্ষে। যারা জিতবে, তারাই ফাইনালে নাম লেখাবে। ক্রেমার আশা করছেন, ২৩ জানুয়ারি বাংলাদেশকে হারিয়ে সেই ভাগ্যবান দলটি হবে তাদেরটিই, ‘এখন ব্যাপারটা খুব ইন্টারেস্টিং হয়ে গেছে। আমাদের এক দলের বাংলাদেশকে হারিয়ে ফাইনালে উঠতে হবে। দর্শকদের জন্য এটা দারুণ। আমি শুধু আশা করছি, আমরাই সেই দলটি হব।’