quait২০১৭ সালে ২১৭ জন প্রবাসী বাংলাদেশি কুয়েতে মারা গেছেন। হৃদরোগে ও জটিল রোগে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেশি হলেও কয়েকজন বিভিন্ন দুর্ঘটনায় মারা যান। এর মধ্যে ২১৬ জনের মরদেহ দেশে পাঠানো হয়। নিহতের পরিবারের সম্মতিতে একজনকে কুয়েতে দাফন করা হয়।

কুয়েতে বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর আবদুল লতিফ খান জানান, গত বছর কুয়েতে হৃদরোগে আক্রান্ত হয়ে অনেক বেশি বাংলাদেশির মৃত্যু হয়েছে। বর্তমানে বেশিরভাগ মরদেহ বিনা ভাড়ায় বহন করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

chardike-ad

সম্প্রতি বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক শাকিল মেরাজের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৬-২০১৭ অর্থবছরে সম্পূর্ণ বিনা ভাড়ায় ৮৬১ জন প্রবাসী বাংলাদেশি শ্রমিকের মরদেহ বহন করেছে বাংলাদেশ বিমান। এর মধ্যে কুয়েত থেকে ৯১ প্রবাসীর মরদেহ বিনা ভাড়ায় দেশে এনেছে বিমান।

বিশেষজ্ঞদের মতে, ভিসার মেয়াদ উত্তীর্ণ হওয়ার চাপ, ভিসা পরিবর্তনের খরচ জোগাতে হিমশম খাওয়া, কোম্পানি বন্ধ হয়ে দেশে ফেরার ভয় ও নিদ্রাহীনতা; এসব কারণে প্রবাসীরা হৃদরোগের ঝুঁকিতে থাকেন। পারিবারিক নানা দুশ্চিন্তাও তাদের মৃত্যুর কারণ হতে পারে।

জাগো নিউজ এর সৌজন্যে