shakibবিরল এক রেকর্ডের তালিকায় নাম লেখালেন সাকিব আল হাসান। মাত্র চতুর্থ ক্রিকেটার হিসেবে টানা দুই ওয়ানডেতে ফিফটি ও কমপক্ষে ৩ উইকেটের কীর্তি গড়েছেন বাংলাদেশের অলরাউন্ডার।

ত্রিদেশীয় সিরিজে মঙ্গলবার পরপর দুই বলে জিম্বাবুয়ের ব্যাটসম্যান সলোমন মিরে ও ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগিয়েছিলেন সাকিব। শেষ পর্যন্ত হ্যাটট্রিক না হলেও পরে এসে নেন টেন্ডাই চাতারার উইকেট। ম্যাচে ৩৪ রানে ৩ উইকেট নেওয়ার আগে ব্যাট হাতে করেন ৫১ রান। এর আগের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৬৭ রানের পর হাত ঘুরিয়ে নেন ৩ উইকেট।

chardike-ad

টানা দুই ওয়ানডেতে ফিফটি ও কমপক্ষে ৩ উইকেটের কীর্তি প্রথম গড়েছিলেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক হেনসি ক্রনিয়ে। ১৯৯৯ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে তিনি ডারবানে ৫৮ রানের পাশাপাশি নেন ৩ উইকেট, পোর্ট এলিজাবেথে পরের ম্যাচে ৭৪ রান ও ৩ উইকেট। বিরল এই রেকর্ডের ছোট্ট তালিকায় একমাত্র নন-এশিয়ান তিনি।

২০০৪ সালে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত এশিয়া কাপে বিরল এই রেকর্ডে ক্রনিয়ের পাশে বসেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকার। বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ৮২ রানের পাশাপাশি টেন্ডুলকার হাত ঘুরিয়ে নেন ৩ উইকেট, পরের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৭৮ রান ও ৩ উইকেট।

তৃতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়েন পাকিস্তানের শোয়েব মালিক। মালিকের কীর্তিটা অবশ্য দুই সিরিজ মিলিয়ে। ২০০৭ সালের নভেম্বরে জয়পুরে ভারতের বিপক্ষে ৮৯ রান ও ৩ উইকেট। এরপর ২০০৮ সালের জানুয়ারিতে নিজের পরের ম্যাচে করাচিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৬৩ রান ও ৩ উইকেট।

চতুর্থ ও সর্বশেষ ক্রিকেটার হিসেবে বিরল এই রেকর্ডের তালিকায় নাম লেখালেন সাকিব। সাকিব চলমান ত্রিদেশীয় সিরিজে টানা তিন ম্যাচেই ৩ উইকেট নিয়েছেন। প্রথম ম্যাচে ফিফটিটা শুধু মিস করেন, ৩৭। তবে বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ফিফটি ও ৩ উইকেট নিতে পারলে আগের তিনজনকেই ছাড়িয়ে যাবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।