দ্বিতীয় সন্তানের মা হলেন কোরিয়ার জনপ্রিয় অভিনেত্রী জন জি হিয়ন। গতকাল সন্ধ্যা ৬টায় তিনি সিউলের একটি ক্লিনিকে পুত্র সন্তানের জন্ম দেন। এর আগে ২০১৬ সালের ফেব্রুয়ারীতে প্রথম পুত্রের মা হন জন জি হিয়ন।

chardike-ad

জনপ্রিয় এই অভিনেত্রীর এজেন্সী কালচার ডিপোট জানিয়েছে মা এবং সন্তান দুইজনই সুস্থ আছেন। যারা অভিনন্দন জানিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানিয়েছে জন জি হিয়নের এজেন্সী।

জন জি হিয়ন কোরিয়ার সর্বকালের সবচেয়ে সফল সিনেমার অন্যতম ‘মাই স্যাসি গার্ল’ এর মাধ্যমে আলোচিত হন। তার সর্বশেষ ড্রামা সিরিজ ‘মাই লাভ ফ্রম দ্যা স্টার’ তে অভিনয়ের মাধ্যমে সম্প্রতি প্রশংসা কুড়িয়েছেন।

দক্ষিণ কোরিয়ার পাশাপাশি চীন, জাপানসহ দক্ষিণ-পূর্ব এশিয়ার প্রায় সবদেশেই জনপ্রিয়তা অর্জন করেছেন খ্যাতিমান এই অভিনেত্রী। তার অভিনীত জনপ্রিয় সিনেমাগুলো হল ডেইজি, ডেইজি (২০০৬), ব্লাড-দ্যা লাস্ট ভ্যাম্পায়ার (২০০৯), দ্যা থিভস (২০১২), দ্যা বার্লিন ফাইল (২০১৩) এবং অ্যাসাসিনেশন (২০১৫)।