Search
Close this search box.
Search
Close this search box.

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

toss-bd-sriদুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচ শুরু হয়েছে আজ সকাল সাড়ে ৯টায়। টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

স্কোর: বাংলাদেশ ২৬/০ (ওভার ৪.১)।

chardike-ad

ঘরের মাঠে সবশেষ খেলা টেস্টে অস্ট্রেলিয়া বিপক্ষে এক পেসার নিয়ে নেমেছিল বাংলাদেশ। আজ আবারো পুরোনো ফর্মুলায় বাংলাদেশ। মুস্তাফিজুর রহমান খেলছেন একমাত্র পেসার হিসেবে। দলে তিন স্পিনার মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও অভিষিক্ত সানজামুল ইসলাম।

বাংলাদেশের ৮৭তম ক্রিকেটার হিসেবে টেস্ট ক্যাপ পেয়েছেন স্পিনার সানজামুল ইসলাম। ২৮ বছর বয়সি সানজামুল প্রথম শ্রেণির ক্রিকেটে খেলেছেন ৬০টি ম্যাচ। বল হাতে এরই মধ্যে নিয়েছেন ২২৪ উইকেট।

বাংলাদেশ দল: তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, সানজামুল ইসলাম ও তাইজুল ইসলাম।

দলে নেই কামরুল ইসলাম রাব্বী, নাঈম হাসান, রুবেল হোসেন, আব্দুর রাজ্জাক, তানভীর হায়দার।

বাংলাদেশ একজন পেসার নিয়ে খেললেও শ্রীলঙ্কা দলে খেলছেন দুই পেসার। সঙ্গে রয়েছে তিন স্পিনার। বাংলাদেশ ব্যাটিং বিভাগ শক্তিশালী করেছে। লঙ্কানদের বোলিং আক্রমণ বেশি শক্তিশালী।

শ্রীলঙ্কা দল: দিনেশ চান্দিমাল, দিমুথ করুনারত্নে, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোশান ডিকভেলা, রোশান সিলভা, রঙ্গনা হেরাথ, সুরঙ্গা লাকমাল, দিলরুয়ান পেরেরা, লাকশান সান্দাকান, লাহিরু কুমারা।