বাংলাদেশ কৃষি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মাহতাব জাবিন ব্যবস্থাপনা পরিচালক পদে পদোন্নতি পেয়ে সম্প্রতি প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হিসেবে যোগদান করেছেন।
তিনি ১৯৮৪ সালে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে ব্যাংকিং কর্মজীবন শুরু করেন। তিনি ব্যাংকের ঋণ, ঋণ আদায় ও বৈদেশিক বাণিজ্যিক বিভাগ এবং আইসিটিসহ হেড অব আইসিসি হিসেবে অত্যন্ত দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেন।
শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন এবং নেদারল্যান্ডসের ডেন হেগে ইনস্টিটিউট অব সোশ্যাল স্টাডিজের ওপর স্নাতকোত্তর ডিপ্লোমা অর্জন করেন। তা ছাড়া তিনি ইন্টারন্যাশনাল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট, ব্রাসেলস, বেলজিয়াম থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন।