abramক্রিকেট দুনিয়া এখন মেতে আছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল)’র নিলামে। সবার চোখ এখন সে দিকেই। কিন্তু নিলামের আগে থেকেই আইপিএলের জন্য তৈরি এক ক্ষুদে তারকা। তিনি কলকাতা নাইট রাইডার্সের সদস্যও।

অনুমান করতে গেলে অনেক নামই চলে আসবে ভাবনায়। তবে বলা হচ্ছে দলটির মালিক শাহরুখ খানের ছোট ছেলে আব্রাম খানের কথা। আইপিএলের এ সবচেয়ে খুদে সদস্য সারা বছরই কলকাতা নাইট রাইডার্সের জন্য তৈরি থাকেন।

chardike-ad

সম্প্রতি আব্রামের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন গৌরী খান। সেখানে দেখা যাচ্ছে সমুদ্রের বিচে সাইকেল চালাচ্ছে ‘বাচ্চা’ খান। গৌরী সেই ছবির ক্যাপশনে লিখেছেন, ‘মাই নাইট রাইডার…।’

বলার অপেক্ষা রাখে না, কলকাতা নাইট রাইডার্সের বহু ম্যাচে বাবা শাহরুখ খানের সঙ্গে দেখা গিয়েছে আব্রামকে। গ্যালারিতে বসে হুল্লোড় করা বা খেলার পর মাঠে নেমে দৌড়নোতে সে বেশ মজাই পায়। সেসব মজা আনন্দ দেয় মাঠে আসা দর্শকদেরও। দেখা যাক, নতুন বছরে কী কী প্রস্তুতি থাকছে ক্ষুদে খানের।