Search
Close this search box.
Search
Close this search box.

শেষ টেস্টে ড্র করলেও রাংকিংয়ে আটে উঠে যাবে বাংলাদেশ

bangladesh-test-teamশ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। এই টেস্টে ড্র করলেও টেস্ট রাংকিংয়ে আট নাম্বারে উঠে যাবে বাংলাদেশ। অর্থাৎ জয় না পেলেও লক্ষ্য থাকবে হারতে যেন না হয়।

টেস্ট রাংকিংয়ে এখন নয় নাম্বারে বাংলাদেশ। টাইগারদের রেটিং পয়েন্ট এখন ৭২। সমান রেটিং পয়েন্ট নিয়েও ভগ্নাংশ ব্যবধানে এগিয়ে থাকায় টেস্ট রাংকিংয়ের আট নাম্বারে আছে ওয়েস্ট ইন্ডিজ।

chardike-ad

ঢাকা টেস্টে জিতলে বাংলাদেশের পয়েন্ট বেড়ে হবে ৭৮। ড্র করলেও ৭৪ পয়েন্ট হবে টাইগারদের। সেক্ষেত্রে খুব সহজেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে প্রথমবারের মতো রাংকিংয়ের আট নাম্বার দল হবে বাংলাদেশ।

তবে হারলে বিপদ আছে। আগের টেস্টে ড্র করলেও ঢাকায় হারলে একটি রেটিং পয়েন্ট কমে যাবে বাংলাদেশের। তাতে রাংকিংয়ে অবস্থান হেরফের না হলেও ওয়েস্ট ইন্ডিজের সমান পয়েন্টে থাকা হবে না টাইগারদের।