Search
Close this search box.
Search
Close this search box.

‘মালয়েশিয়া সিঙ্গাপুরের সঙ্গে বাংলাদেশের তুলনা করাটা হীনমন্যতা’

obaydul-kuader-arliamentসড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কথায় কথায় বাংলাদেশকে সিঙ্গাপুর, মালয়েশিয়া, হংকং- এর সঙ্গে তুলনা করাটা হীনমন্যতা। বাংলাদেশ কেন সিঙ্গাপুর হবে? কেনো বলবো মালয়েশিয়া হবে। আমরা হবো, সমৃদ্ধ বাংলাদেশ। বৃহস্পতিবার সংসদ অধিবেশনে প্রশ্নাত্তর পর্বে সাংসদ রহিম উল্লাহ (ফেনী-৩) সম্পূরক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

প্রশ্নকারী তার নির্বাচনী এলাকায় কয়েকটি ব্রিজ তৈরির দাবি জানিয়ে বলেন, ‘এগুলো হলে আমার এলাকা সিঙ্গাপুর হয়ে যাবে।’ এর জবাব দিতে গিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘আমরা সিঙ্গাপুর হবো কেনো। আমরা সিঙ্গাপুর, মালয়েশিয়াকে ফেলে আরো এগিয়ে যেতে চাই। কথায় কথায় সিঙ্গাপুর বানাবো, হংকং বানাবো, মালয়েশিয়া বানাবো- এটা এক ধরণের হীণমন্যতা।’

chardike-ad

তিনি বলেন, ‘আমাদের মাথাপিছু আয় ১ হাজার ৬১০ মার্কিন ডলার, জিডিপি প্রবৃদ্ধি ৭ দশকি ২৮ শতাংশ। আমাদের বৈদেশিক রিজার্ভ ৩৩ ঊর্দ্ধ। পাকিস্তানের রিজার্ভ ২৩ বিলিয়ন ডলার। পাকিস্তান আমাদের অনেক পেছনে।’

মন্ত্রী বলেন, ‘আমরা আমাদের দেশকে নিয়ে গর্ব করবো। আমরা পৃথিবীর অন্যতম দীর্ঘ পদ্মা সেতু করছি নিজস্ব অর্থায়নে। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের সোনালী ফসল। আমাদের ৩০ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা আছে। বাংলাদেশ কেন সিঙ্গাপুর হবে? কেনো বলবো মালয়েশিয়া হবে। আমরা বাংলাদেশ হবো, সমৃদ্ধ বাংলাদেশ।’

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘সংসদ সদস্যদের প্রস্তাব আমরা প্রি একনেক বৈঠকে পাঠিয়ে দিয়েছি। আপনারা সড়ক ও সেতু মন্ত্রণালয়ে ঘুরাঘুরি না করে পরিকল্পনা মন্ত্রণালয়ে তদবির করেন। সেখানেই তদবিরটা বেশি করেন।’