Search
Close this search box.
Search
Close this search box.

us-copter-crashমার্কিন যুক্তরাষ্ট্রের অ্যারিজোনা অঙ্গরাজ্যের গ্র্যান্ড ক্যানিয়ন গিরিখাতে পর্যটকবাহী একটি হেলিকপ্টার বিধ্বস্তে অন্তত তিনজন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, গিরিখাতে বিধ্বস্ত হেলিকপ্টারটিতে পাইলটসহ আরো ছয় আরোহী ছিলেন।

হুয়ালাপাই ন্যাশনাল পুলিশের প্রধান ফ্রান্সিস ব্র্যাডলি বলেছেন, প্যাপিলায়নের ওই হেলিকপ্টারটিতে ছয় পর্যটক ও একজন পাইলট ছিলেন। শনিবার স্থানীয় সময় বিকেল ৫টা ২০মিনিটের দিকে হেলিকপ্টারটি ক্যানিয়ন গিরিখাতে বিধ্বস্ত হয়েছে।

chardike-ad

তিনি বলেন, এ ঘটনায় হেলিকপ্টারের অন্য চার আরোহী আহত হয়েছেন। ঘটনাস্থলে তাদের চিকিৎসা চলছে। পর্যটন কোম্পানি প্যাপিলনের সঙ্গে যোগাযোগ করা হলেও তারা তাৎক্ষণিকভাবে কোনো সাড়া দেয়নি।

তবে মার্কিন এই কোম্পানির ওয়েবসাইটে বলা হয়েছে, গ্র্যান্ড ক্যানিয়ন ও অন্যান্য এলাকায় তারা প্রত্যেক বছর প্রায় ৬ লাখ পর্যটক পরিবহন করে প্যাপিলনের হেলিকপ্টারে।

মার্কিন ফেডারেল এভিয়েশনের মুখপাত্র অ্যালেন কেনিৎজার বলেছেন, ইউরো হেলিকপ্টার ইসি-১৩০ অজ্ঞাত কারণে বিধ্বস্ত হয়েছে। এতে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। ফেডারেল কর্তৃপক্ষ এ ঘটনা তদন্ত করবে।

সূত্র: এপি