Search
Close this search box.
Search
Close this search box.

ইরাককে দুটি যুদ্ধবিমান হস্তান্তর করেছে দক্ষিণ কোরিয়া

ইরাকের কাছে বুধবার দুটি টি-ফিফটি জেট যু্দ্ধবিমান হস্তান্তর করেছে দক্ষিণ কোরিয়া। ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

chardike-ad

যুক্তরাজ্যভিত্তিক মধ্যপ্রাচ্য পর্যবেক্ষণকারী সংস্থা মিডলইস্ট মনিটরের খবরে বলা হয়েছে, ২০১৩ সালের এক চুক্তির আওতায় এই যু্দ্ধবিমান হস্তান্তর করা হয়েছে। ওই চুক্তির মোতাবেক দক্ষিণ কোরিয়া ইরাককে ২৪টি যুদ্ধবিমানের পাশাপাশি পাইলটদের প্রশিক্ষণও দেওয়ার কথা রয়েছে। ইরাকি পাইলটরা ইতোমধ্যে দক্ষিণ কোরিয়া থেকে প্রশিক্ষণ নিয়ে দেশে ফিরেছেন।

ইরাকের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, বুধবার বাগদাদ আন্তর্জাতিক বিমানবন্দরের শহীদ মোহাম্মেদ আলা বিমান ঘাঁটিতে ইরাকি কর্তৃপক্ষের কাছে বিমান দুটি হস্তান্তর করা হয়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র তাহসিন আল খাফাজি তার আগের দিন বলেছিলেন, চুক্তির অংশ হিসেবে টি-ফিফটি জেট যুদ্ধবিমান খুব ইরাকে এসে পৌঁছবে। এর আগে ২০১৭ সালের মার্চে আরও দুটি যুদ্ধবিমান হস্তান্তর করেছিল দক্ষিণ কোরিয়া। বাংলা ট্রিবিউনের সৌজন্যে।