ভালুকায় বাটারফ্লাই ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও এলজি ম্যানুফ্যাকচারার এর যৌথ উদ্যোগে এলজি টিভির নতুন কারখানা করা হয়েছে। গত বৃহস্পতিবার দুপুরে নতুন ফ্যাক্টরি উদ্বোধন উপলক্ষে কারখানার ভেতরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রথমে ফিতা কেটে ফ্যাক্টরির উদ্বোধনের পর এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য রাখেন, ট্রেড রিপ্রেজেন্টেটিভ, এ্যাম্বাসি অব দ্য রিপাবলিক অব কোরিয়ার জং ওন কিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাটারফ্লাই ইন্ডাস্ট্রিজ বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান এম. এ মান্নান। তিনি বলেন, এসব মডেল তৈরির কিছুসংখ্যক যন্ত্রাংশ সরাসরি দক্ষিণ কোরিয়া থেকেই আনা হবে। এলজি-র প্রযুক্তিগত সহযোগিতা সঙ্গে নিয়ে এসব টিভির প্রস্তুতকরণের ক্ষেত্রে নিশ্চিত করা হবে কঠোর গুণগত মান। এই ফ্যাক্টরি উদ্বোধন করার মাধ্যমে দেশে প্রকৌশলগত উন্নয়নের একটি নতুন অধ্যায়ের প্রতিফলিত হলো।