Search
Close this search box.
Search
Close this search box.

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

amowarসৌদি আরবে সড়ক দুর্ঘটনায় আনোয়ার হোসেন নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও তিন বাংলাদেশি। শুক্রবার হাফার আল বাতেন থেকে রিয়াদ ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সময় সকালের দিকে এ ঘটনা ঘটে। নিহতের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চক চন্দ্রপুর গ্রামে বলে জানা গেছে। নিহত আনোয়ারের বাবার নাম আব্দুর রউফ।

নিহতের স্বজন আব্দুস সালাম ঘটনার সত্যতা নিশ্চিত জানান, রিয়াদ থেকে হাফার আল বাতেন বেড়াতে গিয়ে ফেরার পথে গাড়ীর চাকা ফেটে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ স্থানীয় লাস রোমা হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহতরা আশঙ্কামুক্ত হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।