এ ব্যাপারে বিজ্ঞানীরা দেখেছেন, ১:১.১১ এই অনুপাতে সহজেই খাবার খেতে পারে অজগর। বিজ্ঞানীদের দাবি, অজগরের খাদ্যাভ্যাস নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে এসেছে। দক্ষিণ-পশ্চিম ফ্লোরিডার অভয়ারণ্যে তত্ত্বাবধায়ক রব মোহের জানিয়েছেন, অভয়ারণ্যের বাস্তুসংস্থান ঠিক রাখার জন্য এই গবেষণা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।
উল্লেখ্য, অজগর তার ওজনের বেশি ছাগল কিংবা বাছুরকে খেয়ে ফেলতে পারে এমন উদাহরণ আগেও দেখা গেছে।