Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বকাপ থেকে ছিটকে গেলো জিম্বাবুয়ে

রোমাঞ্চকর এক লড়াইয়ে আরব আমিরাতের কাছে হেরে বিশ্বকাপে দর্শক বনে গেল জিম্বাবুয়ে। সুপার সিক্সের লড়াইয়ে জিততেই হবে— এমন সমীকরণে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে জিম্বাবুয়ের হার ৩ রানে। তাদের হারে বিশ্বকাপ স্বপ্ন বেঁচে থাকল সদ্য টেস্ট স্ট্যাটাস পাওয়া দুই দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ডের। আজ এ দুই দলের লড়াইয়ে বিজয়ীরা খেলবে বিশ্বকাপে।

chardike-ad

আমিরাতিরা ৪৭.৫ ওভারে ২৩৫ রান তোলার পর বৃষ্টি নামে। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪০ ওভারে ২৩০ রান। তারা ৭ উইকেটে ২২৬ রান তুলতে সমর্থ হয়।

১৮ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। এরপর ৪৫ রানে ব্রেন্ডন টেলরকে ফিরিয়ে জিম্বাবুয়ের বিপদ বাড়ান আহমেদ রাজা। তবে চতুর্থ উইকেট জুটিতে দলকে দারুণভাবে টেনে নেন পিটার মুর ও শন উইলিয়ামস। দলীয় ১২৪ রানে ফিরে যান মুর (৩৯)। এরপর ৩৪ রান করা সিকান্দার রাজা ও ৮০ রান করা উইলিয়ামসকে ফিরিয়ে ম্যাচ জমিয়ে তোলে আমিরাত। শেষ পর্যন্ত ২২৬ পর্যন্ত তুলে থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস।

৫ ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের সংগ্রহ ৫ পয়েন্ট। ৪ ম্যাচ খেলা আয়ারল্যান্ড ও আফগানিস্তানের সংগ্রহ সমান ৪ করে। ক্রিকইনফো