দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পোর্ট এলিজাবেথ টেস্টে বল টেম্পারিংয়ে জড়িত থাকায় স্মিথ আর ওয়ার্নারকে এক বছরের জন্য নিষিদ্ধ করেছে অস্ট্রেলিয়া। শুধু তাই নয়, আগামী দুই বছর জাতীয় দলের অধিনায়ক পদেও বিবেচ্য হবেন না তারা।
এই ঘটনা প্রকাশিত হবার পর গত সপ্তাহেই আইপিএলের দল রাজস্থান রয়্যালসের নেতৃত্ব ছেড়ে দিয়েছিলেন স্মিথ। ওয়ার্নারও ছেড়ে দিয়েছেন সানরাইজার্স হায়দরাবাদের অধিনায়কত্ব। বুধবার আইপিএল কর্তৃপক্ষের ঘোষণায় তাদের এই সিদ্ধান্তের আসলে কোনো গুরুত্বই রইলো না। যেহেতু টুর্নামেন্টেই খেলতে পারছেন না, সেখানে নেতৃত্ব দেয়ার তো প্রশ্নই ওঠে না।
আইপিএলের টুর্নামেন্ট কমিটির প্রধান রাজিব শুক্লা জানিয়েছেন, এই দুই খেলোয়াড়ের স্থলাভিষিক্ত হিসেবে এখন অন্য কাউকে নিতে পারবে ফ্রাঞ্চাইজিরা।