Search
Close this search box.
Search
Close this search box.

youtube-attactযুক্তরাষ্ট্রের উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে ইউটিউবের সদর দপ্তরে হামলার ঘটনায় তিনজন আহত হয়েছে। পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন এক নারী হামলাকারী নিজের গুলিতেই নিহত হয়েছেন। খবর বিবিসি।

হামলায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। সান ব্রুনো কার্যালয়ে হঠাৎ করেই গোলাগুলির শব্দ শোনার পর কর্মীরা পালাতে শুরু করেন। এরপর সদর দপ্তরের চারদিকে অবস্থান নেয় পুলিশ।

chardike-ad

গুরুতর আহত অবস্থায় ৩৬ বছর বয়সী এক ব্যক্তিকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে সন্দেহভাজন নারী হামলাকারীর প্রেমিক তিনি। ওই হামলার ঘটনা আহত আরও দুই নারীর বয়স ৩২ এবং ২৭।

পুলিশ জানিয়েছে, তারা একটি হ্যান্ডগানসহ ওই সন্দেহভাজন নারীর মৃতদেহ পেয়েছেন। তবে তিনিই হামলা চালিয়েছেন কিনা সে বিষয়টি এখনও নিশ্চিত নয়। হামলার পেছনে ওই নারীর কি উদ্দেশ্য ছিল সেটাও পরিস্কার নয়। এ বিষয়ে তদন্ত শুরু করেছে ইউটিউব।

ইউটিউবের কার্যালয়ে বেশ কয়েকটি অ্যাম্বুলেন্স যেতে দেখা গেছে। লোকজনকে ওই এলাকা থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে পুলিশ। ভবন থেকে দ্রুত পালাতে গিয়েও অনেকে আহত হয়েছেন।

স্থানীয় টেলিভিশনের ফুটেজে দেখা গেছে, অনেকে বিভিন্ন ভবন থেকে মাথার ওপর হাত উঁচু করে বেরিয়ে আসছেন।
ইউটিউবের ওই কার্যালয়ে প্রায় ১৭০০ কর্মী কাজ করেন।