মালয়েশিয়ার সেলাঙ্গর প্রদেশের সুবাংজায়া এলাকার একটি গুদামে অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার কাস্টমস অধিদফতরের ডেপুটি ডিরেক্টর জেনারেল দাতুক জুলকিফুল ইয়াহিয়া এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
তিনি জানান, অভিযানকালে আট শ্রমিককে ওই গুদামে কাজ করতে দেখা যায়। তারা একটি কন্টেইনার থেকে মাদক ও বস্তাগুলো বের করছিলেন।
মাদক বিভাগের কর্মকর্তারা বস্তাগুলো খোলার পরই সেগুলোর ভেতর মাদকদ্রব্য দেখতে পান এবং তারা ধারণা করেন মাদকগুলো ভারতের চেন্নাই হয়ে মালয়েশিয়ার পোর্ট ক্লাং বন্দর দিয়ে প্রবেশ করে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।