Search
Close this search box.
Search
Close this search box.

বড় জয় পেল পাঞ্জাব

ipl-panjabপুঁজিটা খুব ছোট ছিল না, টি-টোয়েন্টি ক্রিকেটে ১৬৬ রানকে লড়াকু পুঁজিই বলা যায়। তবে কিংস ইলেভেন পাঞ্জাবের সঙ্গে লড়াইটা করতে পারলো না দিল্লি ডেয়ারডেভিলস। লোকেশ রাহুলের তাণ্ডবের পর করুন নায়ারের ঝড়ো ব্যাটিংয়ে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে গেছে পাঞ্জাব। ম্যাচটা তারা জিতেছে ৬ উইকেট আর ৭ বল হাতে রেখে।

ওপেনিংয়ে নেমে লোকেশ রাহুল খেলেছেন ১৬ বলে ৫১ রানের এক বিধ্বংসী ইনিংস। যে ইনিংসে ৬টি চার আর ৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। এই ইনিংসের পথে ১৪ বলে হাফসেঞ্চুরি তুলে আইপিএলের দ্রুততম হাফসেঞ্চুরির রেকর্ডটাও নিজের করে নিয়েছেন এই ওপেনার।

chardike-ad

লোকেশের মত অতটা বিধ্বংসী না হলেও মারকুটে এক ইনিংস খেলেছেন করুন নায়ার। ৩৩ বলে ৫ বাউন্ডারি আর ২ ছক্কায় কাটায় কাটায় ৫০ রান করে আউট হন তিনি। পরের কাজটুুকু সেরেছেন ডেভিড মিলার আর মার্কাস স্টয়নিস। মিলার ২৪ আর স্টয়নিস ২২ রানে অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন।

এর আগে, টসে হেরে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৬৬ রান তুলেছিল দিল্লি ডেয়ারডেভিলস। গৌতম গম্ভীর করেন ৪২ বলে ৫৫ রান। ঋষভ পান্ত ১৩ বলে ২৮ আর শেষদিকে ক্রিস মরিস ১৬ বলে অপরাজিত ২৭ রান করেন।