Search
Close this search box.
Search
Close this search box.

গেইলকে হারিয়ে সুপার স্ট্রাইকারের পুরস্কার পেলেন সাকিব

sakibইনিংসের শেষ দিকে নেমে ১২ বলে ঝড়ো ২৪ রানের ইনিংস খেললেন সাকিব আল হাসান। তার ইনিংসে ছিল দুটি ছক্কা ও একটি চার। বিশ্ব সেরা এ অলরাউন্ডারের দল সানরাইজার্স হায়দ্রাবাদ হারলেও ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করে টাটা নিক্সন সুপার স্ট্রাইকার অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন বাংলাদেশি এ তারকা।

আইপিএলের ১৬তম ম্যাচে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ১৫ রানে হেরে যায় হায়দ্রাবাদ। এ ম্যাচে চলতি আসরের প্রথম সেঞ্চুরি করে দলকে মূলত জেতান পাঞ্জাব ওপেনার ক্রিস গেইল।

chardike-ad

৬৩ বলে একটি চার ও ১১টি ছক্কায় ১০৪ রানে অপরাজিত থেকে দলকে ১৯৩ রানের বড় সংগ্রহ এনে দেন গেইল। তবে তার স্ট্রাইক রেট ছিল ১৬৫.০৭। একই দলের অ্যারন ফিঞ্চ ৬ বলে একটি চার ও সমান ছক্কায় ২৩৩.৩৩ স্ট্রাইক রেটে ১৪ রান করেন। আর পাঞ্জাবের মায়ানাক আগারওয়াল ৯ বলে দুটি চার ও একটি ছক্কায় ২০০ স্ট্রাইক রেটে ১৮ রান করেন। কিন্তু ফিঞ্চ ও আগারওয়ালের থেকে বেশি রান করেছেন সাকিব।

তাই ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এক লাখ ভারতীয় রুপির একটি স্মারক চেক ও একটি ট্রফি বুঝে নেন সাকিব। এই পুরস্কারটি পেতে হলে অন্তত ৬ বল মোকাবেলা করতে হয় ও ১২ রান করতে হয়।