gold-hotelবিশ্বের প্রথম স্বর্ণের হোটেল খোলা হয়েছে ভিয়েতনামে। স্বর্ণ শৌখিনদের জন্য ভিয়েতনামের দানাঙে খোলা হয়েছে এই হোটেল। হোটেলটির প্রেসিডেন্সিয়াল স্যুট সাজানো হয়েছে সত্যিকারের স্বর্ণ দিয়ে। হোটেলের টেবিল থেকে শুরু করে বাইরের সুইমিং পুল সবজায়গায় দেখা যাবে স্বর্ণের প্রলেপ। সূত্র সিজিটিএন।

হ্যান নদী, পূর্ব সাগর ও সন ট্রা উপদ্বীপের সংযোগস্থলে এই হোটেলটি নির্মিত হয়েছে ১৯৮০ সালে। এটি বিশ্বের প্রথম কোনো হোটেল যেটি স্বর্ণের থিমে তৈরি। বলা হচ্ছে এর নকশা স্বর্ণের প্রতীক, প্রাকৃতিক দৃশ্য ও ফেং শুইয়ের দর্শনে তৈরি। তো চলুন স্বর্ণের হোটেলের কিছু ছবি দেখে নেয়া যাক-

chardike-ad

gold-hotel

gold-hotel

gold-hotel

gold-hotel-

gold-hotel-