Search
Close this search box.
Search
Close this search box.

এবার ছক্কা মেরে বল হারিয়ে ফেললেন ডি ভিলিয়ার্স!

villiersইমরান তাহিরকে লং অনের উপর দিয়ে উঠিয়ে মারলেন এবি ডি ভিলিয়ার্স। বলের দিকে তাকিয়ে থাকতে থাকতেই অনেকটা সময় চলে গেলো। কোথায় গিয়ে পড়লো, দর্শকদের অনেকেই দেখতে পেলেন না। দর্শক সীমানা পেরিয়ে যে বলটা একেবারে গিয়ে পড়লো গ্যালারির ছাদে।

চিন্নাস্বামী স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর ইনিংসের ১১তম ওভার চলছিল। ইমরান তাহিরের ওভারের চতুর্থ বলটিকেই এভাবে সীমানাছাড়া করেছেন ব্যাটে তাণ্ডব দেখানো এবি ডি ভিলিয়ার্স। যে ছক্কাটি হয়েছে ১১১ মিটার, এখন পর্যন্ত এবারের আইপিএলের সবচেয়ে বড় ছয়।

chardike-ad

এই ছক্কার আগেও চলতি আসরের সবচেয়ে বড় ছয়টি ছিল ডি ভিলিয়ার্সেরই। সেটি ছিল ১০৬ মিটার। ১০৫ মিটার ছক্কা হাঁকিয়ে এই তালিকায় তৃতীয় অবস্থানে আন্দ্রে রাসেল।

চলতি আইপিএলে এই ছক্কার আগে আরও ১৯টি ছক্কা মেরেছেন ডি ভিলিয়ার্স। সবগুলোই বড় বড়। এই মৌসুমে তার ছক্কাগুলোর গড় দূরত্বই ৮৪ মিটার।