Search
Close this search box.
Search
Close this search box.

জে সিরিজের নতুন ফোন আনল স্যামসাং

samsung-j7-duoনতুন ফোন গ্যালাক্সি জে৭ ডুও বাজারে এনেছে স্যামসাং। গ্যলাক্সি জে৭ ডুও এর পেছনে আছে ডুয়েল ক্যামেরা। জে সিরিজের কোনো ফোনে এবারই প্রথম ডুয়েল ক্যামেরা যুক্ত করা হলো।যার একটিতে আছে ১৩ মেগাপিক্সেল ও অপরটিতে আছে ৫ মেগাপিক্সেল। এছাড়াও, এতে আছে ৮ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। উভয় দিকেই ক্যামেরার অ্যাপারচার ১.৯।

ফোনটিতে ব্যবহার করা হয়েছে এক্সিনস ৭ সিরিজ প্রসেসর ও ৪জিবি র‍্যাম। সঙ্গে আছে ৩২ জিবি মেমোরি, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বৃদ্ধি করা যাবে। স্মার্টফোনটিতে ব্যবহৃত হয়েছে ৫ দশমিক ৫ ইঞ্চি এইচডি অ্যামোলেড ডিসপ্লে। ব্যাকআপের জন্য রয়েছে ৩০০০ এমএএইচ রিমুভেবল ব্যাটারি।

chardike-ad

আগামী ২৯ এপ্রিল থেকে শুধু স্যামসাংয়ের ব্র্যান্ডশপ ও অনুমোদিত স্টোরে ফোনটি পাওয়া যাবে। আগামী ৩০ এপ্রিল ও ১ মে থেকে দেশে স্মার্টফোনটি পাওয়া যাবে। ফোনটি ব্ল্যাক, ব্লু এবং গোল্ড তিনটি রঙে বাজারে আনা হয়েছে।ফোনটির মূল্য নির্ধারণ করা হয়েছে ২৭ হাজার নয়শ’ ৯০ টাকা।