সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন জর্জিনা। যেখানে তার অনামিকা আঙুলে দেখা যাচ্ছে একটি আংটি জ্বলজ্বল করছে। এই ছবি দেখার পর থেকেই প্রশ্ন উঠেছে। অনেকে বলছেন, হয়তো রোনালদোর সঙ্গে আংটি বদল করেছেন জর্জিনা।
স্পেনে সাধারণত বিয়ে বা এনগেজমেন্ট হলে হীরের আংটিই এই নকশার হয়ে থাকে। ছবি পোস্ট করে সেখানে জর্জিনা লেখেন, ‘আমার প্রিয়জনের সঙ্গে’। এসব কারণে অনেকেই অনুমান করছেন বাবা হওয়ার পর পুরোপুরিভাবে সাংসারিক হতে যাচ্ছেন রোনালদো।
দুই সন্তানের বাবা হওয়ার পর গত বছরই দীর্ঘদিনের বান্ধবী অ্যান্তোলিনার সঙ্গে নতুন ইনিংস শুরু করেছেন লিওনেল মেসি। এবার একই কায়দায় সাংসারিক হতে যাচ্ছেন রোনালদো। আর এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে হইচই পড়ে গেছে।